আগামী ১৪-৪-২০২১ তারিখ, আইপিএল ২০২১(১৪ তম এডিশন) সিরিজ এর ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে দুইদল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে, চেন্নাই এর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.০০ ঘটিকায়। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
বেটিং টিপস
সম্ভাব্য উইনার
"Royal Challengers Bangalore"
প্রথম ৬ ওভারে হায়দ্রাবাদ রান করবে |
40.5 এর বেশি |
প্রথম ৬ ওভারে ব্যাঙ্গালোর রান করবে | 40.5 এর বেশি |
প্রথম ওভারে হায়দ্রাবাদের উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে ব্যাঙ্গালোরের উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
রানবিহীন ওভার হবে | না |
সুপার ওভার হবে | না |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
ম্যাচের প্রথম ৬ ওভারে বেশি রান করবে | সানরাইজার্স হায়দ্রাবাদ |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
আইপিএল ২০২১ এর ৬তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুদল পয়েন্ট তালিকার ৭ ও ৪ নং স্থানে আছে যথাক্রমে ২ ও ০ পয়েন্ট নিয়ে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাইয়ের পিচ ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই পারফেক্ট। তবে, স্পিনাররা এখানে তুলনামূলক বেশি সুবিধা পায়।
দুদলের ১৮ বারের মুখোমুখি লড়াইয়ে হায়দ্রাবাদ ১০ বার আর ব্যাঙ্গালোর ৭ বার জয়ী হয়েছে। আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়।
ব্যাঙ্গালোরের ব্যাটিং ইউনিট যেখানে কোহলি, ম্যাক্সওয়েল এর মত প্লেয়াররা আছে স্বভাবতই বেশি শক্তিশালী এবং এজন্য তারা এগিয়ে থাকবে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।