- Bet365
- কিভাবে bet365 একাউন্ট খুলতে হয়?
- কিভাবে bet365 একাউন্ট ভেরিফাই করা যায়?
Bet365 যুক্তরাজ্য ভিত্তিক একটি ব্রিটিশ অনলাইন বাজি সংস্থা। বর্তমান সময়ে বলা যায় এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বেটিং সাইট। সারা বিশ্বে প্রতিদিন ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস সহ বিভিন্ন রকমের শত শত খেলা ধুলা চলছে, সব ধরনের খেলাধুলার উপর আপনি এই Bet365 সাইট থেকে বেট করতে পারবেন।
Bet365 হলো আন্তর্জাতিক মানের সেরা বেটিং প্রতিষ্ঠান, যেখানে দেশ বিদেশের যে কোন মানুষ বিভিন্ন খেলাধুলার উপর বাজি ধরতে পারে। বাংলাদেশেও Bet365 এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশের অনেকেই Bet365 এ একাউন্ট কিভাবে খুলবেন তা নিয়ে দ্বিধা দ্বন্দে পড়েন। তাই আমরা এখানে দেখাবো, কিভাবে আপনি খুব সহজেই Bet365 এ একাউন্ট খুলতে(Open) পারেন। তবে মনে রাখবেন আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশী হতে হবে। আসুন দেখে নেয়া যাক কিভাবে Bet365 এ অ্যাকাউন্ট করবেন। আপনাদের বুঝার সুবিধার জন্য নিম্নে চিত্র সহ উপস্থাপন করা হলো।
Bet365 এ একাউন্ট খোলার জন্যে আপনাকে প্রথমেই Bet365 সাইট আপনার ব্রাউজারে ওপেন করতে হবে। Bet365 সাইট এ প্রবেশ করার পর ডান সাইড কর্নারে Join অপশন বা উপরের অংশে Join Now দেখতে পাবেন।

আপনাকে এই Join অথবা Join Now বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। যারা মোবাইল ফোন ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্যেও বিষয়টি একই রকম।

রেজিস্ট্রেশন পেজটি ওপেন হওয়ার পর আপনাকে সঠিক ভাবে ফর্ম টি পূরণ করতে হবে।মনে রাখবেন ,ফর্ম পূরণের সময় অবশ্যই আপনার সঠিক নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ যেসব তথ্য চাওয়া হবে, তা পুরন করতে হবে, কোন ভুল তথ্য দেয়া যাবেনা, কারন আপনি এখানে নিজের টাকা বিনিয়োগ করবেন, আবার জিতে অনেক টাকা আয়ও করতে পারবেন, অতএব, সম্পূর্ণ সত্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে , এছাড়া সঠিক তথ্য না দিলে আপনি আপনার একাউন্ট টি ভেরিফাই করতে পারবেন না।
এখন আসুন দেখা যাক কিভাবে আপনি ফর্ম টি পূরণ করবেন। এক্ষেত্রে সর্ব প্রথম আপনাকে Mr/Mrs /Ms /Miss এর যেকোন একটি অর্থাৎ আপনি পুরুষ হলে Mr, আর মহিলা হলে Mrs /Ms /Miss সিলেক্ট করবেন। তারপর Frist name এর ঘরে আপনার নামের প্রথম অংশ লিখবেন আর Surname এর ঘরে নামের শেষ অংশ লিখবেন।

এর পর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ টি সিলেক্ট করতে হবে ।

এর পর আপনার ইমেইল এডড্রেস ও ফোন নম্বর টি লিখতে হবে। ফোন নম্বর এর ক্ষেত্রে শুরুতে ০ লিখতে হবে না কারণ ০ দেয়া থাকবে। আর এর নিচের রেডিও বাটন গুলো সিলেক্ট করে Yes করে দিতে হবে।

এখন আপনাকে এড্রেস অংশে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা লিখতে হবে এবং পরিচয়পত্রে যে পোস্টাল কোড দেয়া আছে তা লিখতে হবে।

এখনআপনার পছন্ধ অনুযায়ী একটা ইউজার নাম দিতে হবে এবং পাসওয়ার্ড সেট করতে হবে, একই পাসওয়ার্ড টা ২ বার-ই দিতে হবে।

এপর্যায়ে আপনাকে চার ডিজিটের একটি সিকিউরিটি নম্বর সেট করতে হবে এই নম্বর টি দুই বার লিখতে হবে। মনে রাখবেন এই নম্বর টি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাকে এটি মনে রাখতে হবে।
এবং সব শেষে এগ্রিমেন্ট এর চেকবক্স টি সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিতে হবে। সব সঠিক ভাবে হয়ে গেলে আপনাকে Join bet365 এর সবুজ বাটন এ ক্লিক করতে হবে।

Join bet365 এর সবুজ বাটন এ ক্লিক করার পর পেজ টি ব্লার হয়ে যাবে এবং Account Created দেখাবে। অর্থাৎ আপনার একাউন্ট টি খোলা(Open) সম্পূর্ণ হয়েছে।

একাউন্ট তৈরী হওয়ার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজ নিয়ে যাবে এবং ডিপোজিট করতে বলা হবে। তবে অবশ্যই মনে রাখবেন একাউন্ট ভেরিফাই না করে কখনোই ডিপোজিট করবেন না। ভেরিফাই না করে ডিপোজিট করলে টাকা উত্তোলন করার সময় আপনাকে একাউন্ট ভেরিফাই এর জন্যে বলা হবে।

bet365 এর একাউন্ট ভেরিফাই কিভাবে করবেন জানতে আমাদের bet365 এর একাউন্ট ভেরিফাই সংক্রান্ত পোস্ট টি দেখতে পারেন।
Bet365 এ একাউন্ট খোলার পর অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। কিভাবে Bet365 এ একাউন্ট ওপেন করবেন তা আমাদের "কিভাবে bet365 একাউন্ট খুলতে হয়?" আর্টিকেল থেকে দেখে নিতে পারেন। একাউন্ট ওপেনের পর ভেরিফিকেশন না করলে আপনি আপনার অর্থ উইথড্র করতে পারবেন না। কেননা, তখন আপনার কাছে ভেরিফিকেশন চাইবে আর দেখাবে –
“Please Verify Your Account“
তাহলে, বুঝতেই পারছেন একাউন্ট ভেরিফাই করাটা কতটা জরুরী। একাউন্ট ভেরিফাই না করলে হয়ত আপনি অর্থ ডিপোজিট করতে পারবেন কিন্তু এরপরে আর সেটা উইথড্র করতে সক্ষম হবেন না। এখানে, আমরা আপনাকে দেখাবো কিভাবে Bet365 এ একাউন্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরই আপনারা আপনাদের একাউন্ট থেকে ডিপোজিট আর উইথড্র করতে পারবেন। তাহলে, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভেরিফিকেশন প্রসেস।
প্রথমে Bet365 একাউন্টে ঢুকে এর ডানপাশে অবস্থিত “Man” আইকনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর বেশ কতগুলি মেনু শো করবে, সেখান থেকে “Members” অপশনে ক্লিক করুন।

“Members” অপশনে ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে “My Account” নামের একটি অপশন দেখবেন। My Account অপশনে বেশ কতগুলো অপশন দেয়া থাকবে। সেখান থেকে “Know Your Customers” অপশনটি সিলেক্ট করবেন।

“Know Your Customers” অপশনটিতে ক্লিক করার পর “Verification of Your Account” নামক একটা পেইজ শো করবে। এখানে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করার জন্য Step 1 এবং Step 2 নামক দুটি অপশন দেয়া থাকবে।

এখানে, একটা কথা বলতে চাই যে, প্রথম স্টেপ বা স্টেপ ১ এ আমরা আইডেন্টিটি ডকুমেন্ট (Identity Document) আপ করব আর দ্বিতীয় স্টেপ বা স্টেপ ২ তে সাপোর্টিং ডকুমেন্ট যেমন – ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল এধরনের ডকুমেন্ট আপ করব।
যাই হোক, এখন আমরা প্রথম স্টেপ বা স্টেপ – ১ দিয়ে তাহলে শুরু করি। এজন্যে, স্টেপ – ১ এর প্রথম অপশন Upload an Identity Document এ ক্লিক করুন।

ক্লিক করলে বিভিন্ন ধরনে অপশন পাবেন – Upload Passport, Upload Driving License, Upload ID Card এরকম।

যেহেতু, আমরা NID Card দিয়ে ভেরিফিকেশন করব সেহেতু আমরা Upload ID Card এর উপর ক্লিক করব।

ক্লিক করার পর একটা ইন্টারফেস পাবেন “Submit Identity Card” নামে। এখানে “Upload File” নামক অপশনে ক্লিক করুন।

আপলোড ফাইলে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবে আর তারপর Choose File এ ক্লিক করতে হবে।

Choose File এ ক্লিক করার পর আপনার আইডি কার্ডের প্রথম বা সম্মুখ অংশটি আপ করুন। আপ হয়ে গেলে Complete লিখা অপশনে ক্লিক করুন।

Complete এ ক্লিক করার পর সেকেন্ড অংশটি আপ করার জন্য বলবে।

এখানেও Choose File এ ক্লিক করে আইডি কার্ডের পিছনের অংশটি আপ করুন। আর, তারপর Complete এ ক্লিক করুন।

এরপর দেখবেন যে আপনার আইডি কার্ড আপলোড হয়ে গেছে আর তখন নিচের মত এরকম একটা ছবি দেখাবে।

বলা বাহুল্য, আপনি চাইলে এনালগ আইডি বা স্মার্টকার্ড দুটো দিয়েই ভেরিফাই করতে পারেন। Bet365 এ দুটোই কাজ করে। যাই হোক, উপরের ছবিটি আসার পর Continue বাটনে ক্লিক করুন। এখানে, দেখুন Verification of Your Account নামে একটি পেইজ এসেছে। এখানে স্টেপ ১ এ যে কথাটি লিখা তা হল, আপনার ডকুমেন্ট রিভিউতে রয়েছে। যদি আরও বাড়তি কোন তথ্য লাগে তবে তারা আপনাকে জানাবে। যখন তারা গ্রহণ করবে আপনার আইডি তখন লেখাটির পাশে “Complete” লিখা থাকবে। যাই হোক, এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপ করতে হবে আর এজন্যে Step 2 এর Upload Your Supporting Documentation এ ক্লিক করুন।

তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন দেখতে –

এবার আপনার পছন্দমত ডকুমেন্ট সিলেক্ট করুন। আমরা, এখানে Bank Statement ডকুমেন্ট দিয়ে দেখাবো।

Bank Statement সিলেকশনের পর Submit বাটনে ক্লিক করুন।

Submit বাটনে ক্লিকের পর নিম্নোক্ত ইন্টারফেস দেখতে পাবেন।

ইন্টারফেসের নিচে Upload Files এ ক্লিক করে Bank Statement এর PDF File আপলোড করুন।

আপ করার পর আগের মত Continue বাটন আসবে সেখানে ক্লিক করুন। এরপর দেখাবে –
“Your Document Has Been Successfully Received“.

এবার আগের মত Verification of Your Account নামে পেইজ আসবে। এখানে, দেখুন লক্ষ্য করে তারা দুই ডকুমেন্টই এপ্রুভালের জন্য অপেক্ষায় রেখেছে।

ডকুমেন্ট এপ্রুভ হলে এইসব স্টেপ কিছু দেখাবেনা বরঞ্চ দেখাবে – “Your Account Has Been Verified“
এটি এপ্রুভ হতে বেশ হলে ২৪ ঘণ্টা সময় লাগে। তবে অনেক সময় ৪-৫ ঘণ্টাও লেগে থাকে। এটি সাধারণত নির্ভর করে তাঁদের ট্রাফিকের উপর। ট্রাফিক কম থাকলে সময় কম লাগে। তবে, ২৪ ঘণ্টাই সর্বোচ্চ লাগে। এর বেশি লাগেনা।