শুরু হতে যাচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ২০২১। আগামীকাল গ্রুপ ৩ এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে নর্দাম্পটনশায়ার বনাম কেন্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
বেটিং টিপস
সম্ভাব্য উইনার
"Kent(Draw no bet)"
আগামীকাল গ্রুপ ৩ এর ম্যাচে মুখোমুখি হবে দুইদল নর্দাম্পটনশায়ার এবং কেন্ট। গতবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ১ এ কেন্ট ৪ নম্বর ও নর্দাম্পটন ডিভিশন ২ এর ২য় স্থান অধিকার করেছিল।
ম্যাচটি নর্দাম্পটনের মাঠ নর্দাম্পটন ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে। এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। নর্দাম্পটন ক্রিকেট গ্রাউন্ড স্পিন পিচ। এখানে, স্পিনাররা ভাল সুবিধা পায়।
দুদলের সর্বশেষ ৫ মুখোমুখি লড়াইয়ে নর্দাম্পটন ২ বার, কেন্ট ১ বার জয়ী হয়েছে। বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে।
কেন্টের বোলিং ইউনিট বেশ শক্তিশালী ও তাদের বোলাররা জয় ছিনিয়ে আনতে সক্ষম।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।