আগামী ২৭ জানুয়ারি, ২০২১ তারিখে সৈয়দ মুশতাক আলী ২০২১ সিজনের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল হরিয়ানা (Haryana) এবং বারোদা(Baroda) । ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Haryana"
সৈয়দ মুশতাক আলী ট্রফির ২০২১ এডিশনের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে হরিয়ানা বনাম বারোদা। দুদল নিজেদের গ্রুপে ১ম হয়েছে।
দুদলই পুরো গ্রুপ স্টেজে অসাধারণ পারফর্ম করেছে। তবেঁ, হরিয়ানা তাঁদের প্রতিপক্ষের উপর বেশি ডমিনেট করেছে।
হরিয়ানা বনাম বারোদা দুদলই ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে এবং ২০ পয়েন্ট অর্জন করেছে।
সর্দার প্যাতেল ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং ফাস্ট বোলারদের জন্য বেশি সুবিধাজনক জায়গা।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।