বেশ ভালই জমজমাট হচ্ছে সাউথ আফ্রিকা-পাকিস্তান দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। প্রথম ২ ম্যাচে ১-১ এ সমতা এসেছে। আগামীকাল সিরিজ নির্ধারণী ৩য় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"Pakistan"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | পাকিস্তান |
প্রথম ওভারে আফ্রিকার উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে পাকিস্তান এর উইকেট পড়ার সম্ভাবনা |
নেই |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
ম্যাচে কোন প্লেয়ার ৫০ বা তাঁর বেশী করতে পারবে | হাঁ |
ম্যাচে প্রথম উইকেটের পতন হবে |
ক্যাচ আউটে |
ম্যাচের প্রথম ১৫ ওভারে বেশি রান করবে | সাউথ আফ্রিকা |
এই ম্যাচে মার্করাম ও বাবর উভয়েই চার মারতে পারবে? |
হাঁ |
ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে | সাউথ আফ্রিকা |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
প্রথম ম্যাচে অল্পের জন্য হারলেও ২য় ম্যাচে সহজ জয়ই পেয়েছে সাউথ আফ্রিকা। তিন ম্যাচের ওডিআই সিরিজ ১-১ এ সমতায় এখন। বর্তমানে, আফ্রিকা আর পাকিস্তান আইসিসির ওডিআই র্যাংকিং এ ৫ ও ৬ নম্বরে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি আফ্রিকার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
সাউথ আফ্রিকা এবং পাকিস্তান এযাবৎ ৮১টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে ওডিআইতে। এর মধ্যে আফ্রিকা ৫১ বার আর পাকিস্তান ২৯বার জয়ী হয়েছে।
দুদলই সমানতালে খেলে যাচ্ছে। তবে, সাউথ আফ্রিকার পাঁচজন খেলোয়াড় আইপিএল খেলার উদ্দেশ্যে ভারতের দিকে যাবে সেজন্যে সাউথ আফ্রিকা অনেকটাই ব্যাকফুটে থাকবে পূর্ণশক্তির পাকিস্তানের বিপক্ষে।
সুপারস্পোর্টস পার্ক ঐতিহ্যগতভাবেই হাই-স্কোরিং পিচ। সো, এ ম্যাচটিও বড় স্কোরের হতে পারে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।