আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সুপার ৫০ কাপ ২০২১ এর ৩য় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লিওয়ার্ড আইল্যান্ডস এবং বার্বাডোস। ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত ১২.০০ ঘটিকায়।
সম্ভব্য উইনার
"Barbados"
ঘরোয়া লিগ ফিরেছে ওয়েস্ট ইন্ডিজে। সুপার ৫০ এ দুইদল লিওয়ার্ড আইল্যান্ডস এবং বার্বাডোস মুখোমুখি হবে টুর্নামেন্টের ৩য় ম্যাচে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। এটি লিওয়ার্ড এর হোমগ্রাউন্ড। সো, তারা বাড়তি সুবিধা লাভ করবে।
শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে বার্বাডোস ৪ বার জিতেছে আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
বার্বাডোস এর বোলিং ইউনিট বেশ কার্জকরি ও শক্তিশালী। তারা লিওয়ার্ডের দুর্বল ব্যাটিং ইউনিটকে সহজেই নির্বিষ করতে সক্ষম।
কুলিজ গ্রাউন্ড বেশ স্পিন ফ্রেন্ডলি। স্পিনাররা বেশী সুবিধা পায় এখানে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।