আগামী ২৬ জানুয়ারি, ২০২১ তারিখে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ ২০২০-২১ সিজনের ৫৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) এবং সিডনি সিক্সার্স(Sydney Sixers) । ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৫০ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Melbourne Stars"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | |
মোট রান হবে | 306.5 এর বেশি |
প্রথম ওভারে মেলবোর্ন এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে সিডনির উইকেট পড়ার সম্ভাবনা | |
ম্যাচের প্রথম বল হবে | |
সুপার ওভার হবে | না |
প্রথম উইকেটটি হতে পারে | ক্যাচের মাধ্যমে |
প্রথম বাউন্ডারি হবে |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
বিগ ব্যাশ ২০২০-২১ এডিশনের ৫৬তম ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স এবং সিডনি সিক্সার্স। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ৭ম এবং ২য় স্থানে অবস্থান করছে।সিক্সার্সের নকআউট পর্ব ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। তবেঁ, স্টার্স এর জন্য ম্যাচটি বেশ গুরুত্তপূর্ণ। জিতলেও তাঁদের পরের রাউন্দে যাওয়ার হিসাব নিকাশ মেলানো অনেক কঠিন হবে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে । যেহেতু এটি মেলবোর্নের মাঠ, তাই তারা সুবিধা পাবে।
মেলবোর্ন ও সিডনি এর মুখোমুখি লড়াইয়ে সিক্সার্স ৮ বার ও মেলবোর্ন ৭ বার জয়লাভ করেছে।
সিক্সারসকে নিয়ে বলার তেমন কিছু নেই। পুরো টুর্নামেন্ট জুড়ে ভাল পারফর্ম করেছে তারা। অন্যদিকে, স্টার্স বেশি সুবিধা করতে পারেনি। তারা বলতে গেলে অনেকটাই বাদ।
মেলবোর্ন স্টার্স বনাম সিডনি সিক্সার্স এখন পর্জন্ত যথাক্রমে ২৪ ও ৩২ পয়েন্ট অর্জন করেছে এই চলতি টুর্নামেন্টে সমানসংখ্যক ১৩ ম্যাচ খেলে।
মেলবোর্নের পিচ ব্যাটিং এর জন্য ভাল পিচ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।