বিজয় হাজারে ট্রফির সবচেয়ে গুরুত্তপূর্ণ ধাপে আমরা চলে এসেছি। বর্তমানে, কোন দলের ভুল করার কোন সুযোগ নেই। ভুল করা মানেই এখন পা হড়কানো। ২য় কোয়ার্টার ফাইনালে কাল একে অপরের মোকাবিলা করবে কর্নাটক এবং কেরালা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে এবং অনুষ্ঠিত হবে পালাম এ স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে কালকের ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"Mumbai"
মুম্বাই ও স্বরাষ্ট্র কাল কোয়ার্টার ফাইনালে একে অপরের মোকাবিলা করবে। দুইদল গ্রুপ ডি ও গ্রুপ ই এর শীর্ষস্থানে থেকে গ্রুপ শেষ করেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীর পালাম এ স্টেডিয়ামে।
মুম্বাইয়ের বোলিং লাইনআপ বেশ ভাল। এই বোলিং ইউনিট ব্যবধান গড়ে দিতে পারে খেলায়।
দিল্লীর পিচ হবে ব্যাটসম্যানদের জন্য উপযোগী ও স্পিন ফ্রেন্ডলি।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।