ওডিআই সিরিজে ভয়ানকভাবে ধবলধোলাই হওয়ার পর এবার টি২০সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। কাল থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। প্রথম ম্যাচ আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭.০০ ঘটিকায় শুরু হবে আর অনুষ্ঠিত হবে হ্যামিলটনের সেডন পার্কে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টিপস।
সম্ভাব্য উইনার
"New Zealand"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | নিউজিল্যান্ড |
প্রথম ওভারে নিউজিল্যান্ড এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে বাংলাদেশ এর উইকেট পড়ার সম্ভাবনা |
নেই |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
সুপার ওভার হবে |
না |
ম্যাচের প্রথম ৬ ওভারে বেশি রান করবে |
নিউজিল্যান্ড |
ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে | নিউজিল্যান্ড |
ম্যাচে বেশি ছক্কা হাঁকাবে | নিউজিল্যান্ড |
ম্যাচে কোন প্লেয়ার ৫০ বা তাঁর বেশী করতে পারবে | হাঁ |
প্রথম উইকেট পড়তে পারে | ক্যাচ আউটে |
সেরা ব্যাটসম্যানের দল হবে |
নিউজিল্যান্ড |
ম্যাচে বেশি চার হাঁকাবে |
নিউজিল্যান্ড |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
ওয়ানডে সিরিজে কোন পাত্তাই পায়নি বাংলাদেশ কিউইদের কাছে। টি২০ সিরিজে কি একটু আশার আলো দেখতে পারে তারা? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে না। ব্যাটিং, বোলিং কোনদিকেই কিউইদের আশাপাশেও নেই টাইগাররা। বর্তমানে, নিউজিল্যান্ড ও বাংলাদেশ আইসিসি টি২০ টিম র্যাংকিং এর ৫ ও ৮ নম্বরে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি নিউজিল্যান্ডের মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
নিউজিল্যান্ড ও বাংলাদেশ এযাবৎ ৭ বার টি২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছে আর প্রতিটি ম্যাচেই স্বাগতিকরা জয়লাভ করেছে।
নিউজিল্যান্ড বেশ ভাল ফর্মে আছে। বাংলাদেশের অবস্থা খুব একটা সুবিধার না আন্তর্জাতিক পরিসরে বর্তমানে। এর মধ্যে তারা পাচ্ছে না দলের সেরা অস্ত্র সাকিব আল হাসানকে। ব্ল্যাক ক্যাপসদের কনওয়ে, জেডি ফিলিপ্স, গাপতিল এদের মোকাবিলার সামর্থ্য নেই বাংলাদেশের। এছাড়াও, নিউজিল্যান্ডের বোলিং বিশ্বের অন্যতম শক্তিশালী। বাংলাদেশের প্রধান শক্তি স্পিন যা নিউজিল্যান্ডের পিচে খুব বেশি কার্জকরী নয়।
নিউজিল্যান্ড তাঁদের শেষ ৩টি টি২০ সিরিজেই জয়লাভ করেছে এবং তাঁদের প্লেয়াররা দারুণ ফর্মে আছে এই ভার্সনে। খুব সম্ভব আরও একটি হোয়াইটওয়াশ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
সিডন পার্কের পিচ ব্যাট ও বলের জন্য ভালই ব্যালেন্সিং। দেড়শ এর কাছাকাছি বা উপরে রান উঠার চান্স অনেক বেশি।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।