ইংল্যান্ডের মহিলা দল নিউজিল্যান্ডের মাটিতে বেশ সফল ট্যুর সম্পন্ন করল। টি২০ সিরিজের শেষ ম্যাচে দেখা বিষয় কিউইরা কি হোয়াইট ওয়াশ হয় না একটি সান্ত্বনার ম্যাচ জিততে পারে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ৩য় ও শেষ টি২০ ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় সকাল ৯.০০ ঘটিকায় ও অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে।
সম্ভাব্য উইনার
"England"
ওয়ানডে সিরিজের পর নিজেদের মাটিতে এবার টি২০ সিরিজও হেরে গেল নিউজিল্যান্ডের মেয়েরা। ইতিমধ্যে ২-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে।
টি২০ তে দুদলের সম্মুখ লড়াইয়েও অনেক এগিয়ে ইংল্যান্ড। শেষ ১৭ ম্যাচে ইংল্যান্ড ১৫-২ ব্যবধানে এগিয়ে আছে কিউইদের বিপক্ষে।
যেহেতু খেলা হচ্ছে নিউজিল্যান্ডের মাঠে, তাই তারা হোম এডভানটেজ লাভ করবে। যদিও তারা পুরো সিরিজে তেমন কোন কাজে লাগাতে পারেনি হোম এডভানটেজ।
ইংল্যান্ডের ওভারঅল স্কোয়াড যথেষ্ট শক্তিশালী ও ইংলিশ মেয়েরা অনেক বেশি প্রফেশনাল। বিশেষত, ইংলিশ পেসাররা বেশ ভাল ফর্মে আছে।
ওয়েলিংটনের পিচ বেশ স্লো মনে হচ্ছে। ধারণা করা যাচ্ছে দেড়শ বা তার একটু বেশি এর কাছাকাছি রান হতে পারে এই ম্যাচে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।