তাসমানিয়ান দুই প্রতিবেশী মেয়েরা জমিয়ে তুলেছে টি২০ সিরিজ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও ২য় ম্যাচে জয়ী হয়ে ১-১ এ সমতা এনেছে নিউজিল্যান্ড। কালকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারনী। ৩য় ও শেষ টি২০ শুরু হবে কাল বাংলাদেশ সময় সকাল ৮.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে অকল্যান্ডের ইডেন পার্কে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"Australia"
বেটিং টিপস
জয়ী হতে পারে যে টিম | অস্ট্রেলিয়া |
প্রথম ওভারে নিউজিল্যান্ড এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে অস্ট্রেলিয়ার উইকেট পড়ার সম্ভাবনা |
নেই |
প্রথম ৬ ওভারে বেশি রান তুলতে পারে | অস্ট্রেলিয়া |
সুপার ওভার হবে |
না |
ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে |
অস্ট্রেলিয়া |
কোন প্লেয়ার এই ম্যাচে ১০০ বা তার বেশি করতে সক্ষম? | না |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
১ম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়া জিতলেও ২য় ম্যাচে ৪ উইকেটে পরাস্ত হয়েছে স্বাগতিকদের কাছে। কালকের সিরিজ নির্ধারনী ম্যাচ তাই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আইসিসি টি২০ টিম র্যাংকিং এর ৪ ও ১ নম্বরে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি নিউজিল্যান্ড এর মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
দুদল এযাবৎ ৪৫ বার মুখোমুখি লড়াই করেছে। এর মধ্যে নিউজিল্যান্ড ২১বার ও অস্ট্রেলিয়া ২৪ বার জয়ী হয়েছে।
অস্ট্রেলিয়া তাঁদের শেষ ১১টি ম্যাচের ১০টিতেই জয়ী হয়েছে। কিন্তু, নিউজিল্যান্ড বেশ বেগ পাচ্ছে বর্তমান পারফরম্যান্সে। শেষ ম্যাচটি যদিও তারা জিতেছে তবে তাঁদের পারফরম্যান্স আসল সময়ে কতটুকু কার্জকরী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট খুব শক্তিশালী। আর প্রথম ২ ম্যাচ থেকে স্পষ্ট বোলাররা ডমিনেট করছে এই সিরিজ।
ইডেন পার্ক সাধারণত ব্যাটিং এর জন্য ভাল পিচ। তবে, এই সিরিজে এখন পর্যন্ত ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ তাই বড় স্কোরের আশা খুব একটা করা যাচ্ছে না।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।