তাসমানিয়ান দুই প্রতিবেশী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হতে যাচ্ছে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচে কাল মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২.১০ মিনিটে এবং অনুষ্ঠিত হবে হ্যামিলটনের সিডন পার্কে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"Australia"
গেল মাসে দুই প্রতিবেশীর মধ্যে লড়াই হয়েছিল তবে সেটা ছেলেদের মধ্যে। এবার পালা মেয়েদের। বর্তমানে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আইসিসি টি২০ টিম র্যাংকিং এর ৪ ও ১ নম্বরে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি নিউজিল্যান্ড এর মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
দুদল এযাবৎ ৪৩ বার মুখোমুখি লড়াই করেছে। এর মধ্যে নিউজিল্যান্ড ২০বার ও অস্ট্রেলিয়া ২৩ বার জয়ী হয়েছে।
অস্ট্রেলিয়া তাঁদের শেষ ৯টি ম্যাচের জয়ী হয়েছে। কিন্তু, নিউজিল্যান্ড বেশ বেগ পাচ্ছে বর্তমান পারফরম্যান্সে। তারা তাঁদের সর্বশেশ হোম সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০তে হেরেছে।
অস্ট্রেলিয়ার এলিস পেরি, বেথ মুনি অসাধারণ ফর্মে আছে। এদের ঠেকাতে কিউইদের বেশ বেগ পেতে হতে পারে।
হ্যামিলটনের পিচ পেস-বান্ধব। এখানে বল খুব সুইং করে ও টার্ন নেয়।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।