প্রথম দুই টি২০ ম্যাচ টানা হারের পর ৩য় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছে অস্ট্রেলিয়া। তারা ৩য় ম্যাচে জিতেছে ৬৪ রানের ব্যবধানে এবং ৪র্থ ম্যাচে কাল মুখোমুখি হবে আবার। আসুন, দেখি কোন দলের জেতার সম্ভাবনা বেশি আর তার সাথে আরও দেখুন বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"Australia"
কিউইরা নিশ্চয়ই তাঁদের পারফরম্যান্সের কারণে হতাশই হবে। প্রথম ২ ম্যাচে জেতার পর বেশ বড় ব্যবধানেই তারা হেরে বসেছে ক্যাঙ্গারুদের বিপক্ষে।
যেহেতু সিরিজটি নিউজিল্যান্ডের মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। ৪র্থ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে।
টি২০ ফরম্যাটে এযাবৎ দুইদল মোট ১৩বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ৪ বার আর অস্ট্রেলিয়া ৮ বার জয়ী হয়েছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে দ্রুত বাউন্ডারি হয় তবে এই পিচে যথেষ্ট বাউন্সও আছে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।