এখন পর্যন্ত ফোর্ড ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে নর্দার্ন নাইটস। আগামী রবিবার তারা খেলবে সেন্ট্রাল ডিসট্রিকটস এর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪.০০ টায় এবং অনুষ্ঠিত হবে হ্যামিলটনের সেডন পার্কে। আসুন, দেখে নেই কে জিততে পারে ম্যাচটি। আরও, দেখুন বিভিন্ন বেটিং টার্মস যার মাধ্যমে আপনি বেট ধরে নগদ অর্থও লাভ করতে পারবেন।
সম্ভব্য উইনার
"Central Districts"
ফোর্ড ট্রফি ২০২০-২১ টুর্নামেন্ট অনেকটাই শেষের দিকে চলে এসেছে। আগামীকালকেই শেষ হয়ে যাচ্ছে গ্রুপ পর্ব। এরপরই নাম জানা যাবে এলিমিনেশন ফাইনালিস্তের। নর্দার্ন নাইটস ও সেন্ট্রাল ডিসট্রিকটস টুর্নামেন্টের ২৯তম ম্যাচে মুখোমুখি হবে একে অপরের। বর্তমানে নাইটস ও ডিসট্রিকটস টিম র্যাংকিং এর ২য় ও ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্দার্ন নাইটস এর হোম গ্রাউন্ড সেডন পার্কে। সো, তারাই হোম এডভান্টেজ লাভ করবে।
নর্দার্ন নাইটস এবং সেন্ট্রাল ডিসট্রিকটস এপর্যন্ত ৯ ম্যাচ খেলে যথাক্রমে ২২ ও ১২ পয়েন্ট অর্জন করেছে।
তবে, সেন্ট্রাল ডিসট্রিকটস শেষ দেখায় নাইটসদের বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে যা তাঁদের আত্মবিশ্বাস অনেক বাড়াতে সাহায্য করবে।
হ্যামিলটনের পিচ বেশ স্লো আর এজন্যে এখানে স্পিনাররা বেশ ভাল সুবিধা পায়।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।