অনেকটা শেষপ্রান্তে চলে এসেছে ফোর্ড ট্রফি ২০২১ এর এডিশন। আগামীকাল এলিমিনেশন ফাইনাল রাউন্ডে একে অপরের মোকাবিলা করবে দুইদল নর্দার্ন নাইটস এবং ওয়েলিংটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪.০০ ঘটিকায় এবং অনুষ্ঠিত হবে হ্যামিলটনের সিডন পার্কে। এখন, আসুন দেখে নেই কোন টিমের জয়ের সম্ভাবনা কতটুকু এবং আরও দেখুন মজাদার সব বেটিং টার্মস যার মাধ্যমে জিতে নিতে পারেন নগদ অর্থ পুরস্কার।
সম্ভব্য উইনার
"Wellington"
ফোর্ড ট্রফি ২০২০-২১ টুর্নামেন্ট একদম শেষের দিকে। কাল এলিমিনেশন ফাইনাল। কালকের জয়ী দল ফাইনালে খেলবে ক্যান্টারবেরী এর বিপক্ষে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্দার্ন নাইটস এর হোম গ্রাউন্ড সেডন পার্কে। সো, তারাই হোম এডভান্টেজ লাভ করবে।
নর্দার্ন নাইটস এবং ওয়েলিংটন এপর্যন্ত ১০ ম্যাচ খেলে যথাক্রমে ২৬ ও ২২ পয়েন্ট অর্জন করেছে।
শেষ কয়েকটি ম্যাচে অবশ্য নাইটসদের চাইতে ওয়েলিংটনের পারফরম্যান্স তুলনামুলকভাবে ভাল।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুবার নাইটস আর ওয়েলিংটন একে অপরের মুখোমুখি হয়েছে। দুবারই ওয়েলিংটন জয়লাভ করেছে।
হ্যামিলটনের পিচ বেশ স্লো আর এজন্যে এখানে স্পিনাররা বেশ ভাল সুবিধা পায়।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।