টানা ২৮টি ম্যাচ শেষ হওয়ার পর ও ক্রিকেটপ্রেমীদের অন্যরকম এক ক্রিকেটের স্বাদ দেয়ার পর আজ শেষ হচ্ছে টি১০ সুপার লিগ। আজ রাতে প্রতীক্ষার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দিল্লী বুলস এবং নর্দার্ন ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্ট জুড়ে চার, ছক্কার উন্মাদনা আর উত্তেজনায় টি১০ লিগ বেশ ভালই বিনোদন দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০.০০ ঘটিকায়। আসুন, দেখে নেয়া যাক, ফাইনাল ম্যাচে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Northern Warriors"
টি১০ লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দিল্লী বুলস এবং নর্দার্ন ওয়ারিয়র্স। সুপার লিগ স্টেজে দুইদল ১ম ও ২য় স্থান অধিকার করেছিল ও সেরা পারফরম্যান্সই দেখিয়েছিল। সব মিলিয়ে এক জমজমাট ও পরিপুর্ন ফাইনালের আভাসই পাওয়া যাচ্ছে।
এই সিজনে দুদলই দুবার করে একে অপরের মুখোমুখি হয়েছে। তবে, শেষ দেখায় মানে Qualifier 1 এ দিল্লী বুলস ৫ উইকেটে পরাজিত করেছে নর্দার্ন ওয়ারিয়র্সকে।
শেইখ জায়েদ স্টেডিয়ামের বাউন্ডারি বেশ বড় আকৃতির কিন্তু আউটফিল্ড দ্রুতগতির যার জন্যে স্কোর করা সহজ ব্যাটসম্যানদের জন্য।
সুপার লিগ স্টেজে দুদলই ১০ পয়েন্ট অর্জন করেছে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।