আজ ক্যারিবিয়ান রিজিওনাল সুপার ৫০ ওভারে মুখোমুখি হতে যাচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগো বনাম বার্বাডোস। ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। আর এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ ঘটিকায়।
সম্ভব্য উইনার
"Trinidad & Tobago"
ক্যারিবিয়ানদের রিজিওনাল সুপার ৫০ ওভার ধীরে ধীরে উত্তেজনা ছড়াচ্ছে। আজ সন্ধ্যায় টুর্নামেন্টের ৮ম ম্যাচে মাঠে নামবে দুইদল ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং বার্বাডোস। ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং বার্বাডোস যথাক্রমে টিম র্যাংকিং এর ২য় এবং ৫ম স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে।
শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে ত্রিনিদাদ ২বার আর বার্বাডোস ৩বার জয়ী হয়েছে।
ত্রিনিদাদ ১ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে আর বার্বাডোস ২ ম্যাচ খেলেও এখন পর্জন্ত কোন পয়েন্ট পায়নি।
কুলিজ গ্রাউন্ড বেশ স্পিন ফ্রেন্ডলি। স্পিনাররা বেশী সুবিধা পায় এখানে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।