আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে মোমেনটাম কাপ ২০২১ সিজনের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল ডলফিন্স (Dolphins) এবং লায়ন্স(Lions) । ম্যাচটি অনুষ্ঠিত হবে সেনওয়েস পার্ক, পচেফস্ত্রমে এবং শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.০০ ঘটিকায়। বৃষ্টির কারণে বেশ কতগুলো ম্যাচ পরিত্যক্ত হবার কারণে ইতিমধ্যে ম্যাড়মেড়ে হয়েছে টুর্নামেন্টটি। যাই হোক, চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Lions"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | লায়ন্স |
প্রথম ওভারে লায়ন্স এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
প্রথম ওভারে ডলফিন্স এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
২য় ওভারে ডলফিন্স এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
সর্বোচ্চ ছক্কা মারবে | লায়ন্স |
ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি গড়বে | ডলফিন্স |
দুই ইনিংসের প্রথম ১৫ ওভারে বেশি রান করবে | ডলফিন্স |
প্রথম উইকেটটি হতে পারে | ক্যাচের মাধ্যমে |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
ডলফিন্স বনাম লায়ন্স দুদল যথাক্রমে পুল এ এবং পুল বি এর শীর্ষস্থান অধিকার করে ফাইনালে উঠেছে। যদিও বৃষ্টির কারণে অনেকগুলো ম্যাচ পরিত্যক্ত হবার কারণে ফাইনাল কিছুটা প্রশ্নবিদ্ধ তবুও ধারণা করা হচ্ছে দুদলের লড়াই বেশ জমজমাটই হবে।
দুদলই শেষ ২ মুখোমুখি লড়াইয়ের ১টি করে ম্যাচ জিতেছে।
লায়ন্স ৪ ম্যাচ খেলে ৩টিতে আর ডলফিন্স ৪ ম্যাচ খেলে ২টিতে বিজয়ী হয়েছে।
গ্রুপ পর্বে ডলফিন্স ও লায়ন্স এর সংগ্রহ যথাক্রমে ১৩ ও ১৪ পয়েন্ট।
পচেফস্ত্রমের পিচ ব্যাটিং এর জন্য ভাল পিচ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।