শুরুটা ভাল করলেও হঠাৎ করে খেই হারিয়ে ফেলেছে টাইটানস। অন্যদিকে, ডলফিন্স রীতিমত ছড়ি ঘোরাচ্ছে প্রতিপক্ষের উপর। আগামীকাল দুদল মুখোমুখি হবে একে অপরের সিএসএ টুর্নামেন্ট ২০২১ এর। ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৬.৩০ মিনিটে আর অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে। আসুন, দেখি দুদলের মধ্যে কে জিততে পারে কালকের ম্যাচ। আরও দেখুন, চটকদার সব বেটিং টার্মস যার মধ্যে আপনি আয় করতে পারেন নগদ অর্থ।
সম্ভব্য উইনার
"Titans"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | |
প্রথম ওভারে ডলফিন্স এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
সুপার ওভার হবে | না |
প্রথম ওভারে টাইটানস এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
দুই ইনিংসের প্রথম ৬ ওভারে বেশি রান করবে | ডলফিন্স |
ওপেনিং এ সর্বোচ্চ পার্টনারশিপ করবে | |
প্রথম উইকেট পড়বে | ক্যাচের মাধ্যমে |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ চ্যালেঞ্জের ১৫তম ম্যাচে মুখোমুখি হবে ডলফিন্স এবং টাইটানস। বর্তমানে দুদল টিম র্যাংকিং এর ১ম ও ৩য় স্থানে অবস্থান করছে।
ডলফিন্স একরকমভাবে ছড়ি ঘোরাচ্ছে আর পিষে ফেলছে প্রতিপক্ষকে। তারা ৪ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। টাইটানস শুরুটা ভাল করলেও শেষ ২ ম্যাচ হেরে গেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে।
বিগত সিজনের মুখোমুখি লড়াইয়ে টাইটানস ওয়ারিয়র্সকে পরাজিত করেছে।
গত সিজনে ডলফিন্স টাইটানসের কাছে পরাজিত হয় একমাত্র ম্যাচে। তাঁদের মধ্যকার অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।
কিংসমিড বর্তমানে হাই-স্কোরিং পিচ হিসেবেই পরিচিত।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।