আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সুপার ৫০ কাপ ২০২১ এর ৭ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জ্যামাইকা এবং গায়ানা। ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে আগামীকাল রাত ১২.০০ ঘটিকায়। আসুন, দেখি কে জিততে পারে তাঁদের মুখোমুখি লড়াইয়ে।
সম্ভব্য উইনার
"Jamaica"
বেশ সাড়ম্বরেই চলছে সুপার ৫০ টুর্নামেন্ট। রাত ১২.০০ টায় মুখোমুখি হবে জ্যামাইকা এবং গায়ানা। গায়ানা বর্তমানে টিম র্যাংকিং এর শীর্ষে আর জ্যামাইকা নিম্নে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে।
শেষ মুখোমুখি লড়াইয়ে জ্যামাইকা ৩ বার ও গায়ানা ২ বার জয়লাভ করেছিল।
এখন পর্জন্ত গায়ানা ও জ্যামাইকার সংগ্রহ যথাক্রমে ২ ও ০ পয়েন্ট।
কুলিজ গ্রাউন্ড বেশ স্পিন ফ্রেন্ডলি। স্পিনাররা বেশী সুবিধা পায় এখানে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।