অস্ট্রেলিয়ান ডোমেস্টিক ওয়ানডে কাপ ২০২১ এর ১২তম ম্যাচে একে অপরের মোকাবিলা করবে কুইন্সল্যান্ড ও সাউথ অস্ট্রেলিয়া। ম্যাচের আগে দুদলের অবস্থান ও পারফরম্যান্স একদম বিপরীতমুখী। যাই হোক, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬.০০ ঘটিকায় ও অনুষ্ঠিত হবে ব্রিসবেনের এলান বর্ডার ফিল্ডে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, হরেক রকম আকর্ষণীয় বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"Queensland"
অস্ট্রেলিয়ান মার্শ কাপ ২০২১ এর ১২তম ম্যাচে মুখোমুখি হবে কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়া। দুদল বর্তমানে ১০ ও ০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ ও ৬ নম্বর স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনের এলান বর্ডার স্টেডিয়ামে। এটি কুইন্সল্যান্ডের মাঠ তাই তারা বাড়তি সুবিধা পাবে।
কুইন্সল্যান্ড ৩ ম্যাচ খেলে ২টিতেই জিতেছে আর সাউথ অস্ট্রেলিয়া ৩ ম্যাচের ৩টিতেই হেরে বসেছে।
কুইন্সল্যান্ডের ব্যাটিং ইউনিট উসমান খাজা, জো বার্ন্স, মার্নাস লাবুশানেদের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যান দ্বারা পূর্ণ। তাই তারা এগিয়ে থাকবে।
ব্রিসবেনের পিচ বাউন্স ও স্পিড দ্বারা পরিপূর্ণ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।