আজ ০৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে টি১০ লিগ ২০২১ সিজনের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল কালান্দার্স (Qalandars) এবং আবুধাবি(Abu Dhabi)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.১৫ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Team Abu Dhabi"
সুপার লিগ স্টেজে আবুধাবি এবং কালান্দার্স সুপার লীগের ৪র্থ ও ৩য় স্থানে অবস্থান করেছিল।
শেষ দেখায় কালান্দার্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল আবুধাবিকে।
গত সিজনে দুদলের মাঠের পারফরম্যান্স খুব বেশি আহামরি ছিল না। তবে, এবার ভালই পারফর্ম করেছে তারা শুরু থেকেই।
শেইখ জায়েদ স্টেডিয়ামের বাউন্ডারি বেশ বড় আকৃতির কিন্তু আউটফিল্ড দ্রুতগতির যার জন্যে স্কোর করা সহজ ব্যাটসম্যানদের জন্য।
সুপার লিগ স্টেজে দুদল যথাক্রমে ১০ ও ৬ পয়েন্ট পেয়েছিল।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।