শর্ট ফরম্যাটে অত্যধিক বাজে পারফর্ম করার পর অবশেষে টেস্টে মোটামুটিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছে শ্রীলংকা। ১ম টেস্টে স্বাগতিকদের সাথে পাল্লা দিয়ে লড়াই করে ড্র করেছে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২য় টেস্ট ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল রাত ৮.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"West Indies"
বেটিং টিপস
জয়ী হতে পারে যেই টিম | ওয়েস্ট ইন্ডিজ (Draw No Bet) |
১ম উইকেট পড়তে পারে | ক্যাচ আউটে |
ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে | ওয়েস্ট ইন্ডিজ |
ম্যাচে কোন প্লেয়ার ৫০ বা তার বেশি রান করতে পারবে? |
হাঁ |
ম্যাচে বেশি ছক্কা হাঁকাবে | ওয়েস্ট ইন্ডিজ |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
প্রথম ইনিংসের ১ম ৫ ওভারে উইন্ডিজ রান করবে |
16.5 এর কম |
প্রথম ইনিংসের ১ম ৫ ওভারে শ্রীলংকা রান করবে | 16.5 এর কম |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
১ম টেস্টে ড্র এর পর কাল থেকে ২য় টেস্টে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। বর্তমানে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা টেস্ট র্যাংকিং এর ৮ ও ৭ নম্বরে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি ক্যারিবিয়ানদের মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
দুদলের কারও টেস্টে পারফরম্যান্স শেষ কয়েক বছরে খুব একটা সুবিধার নয়। তবে, উইন্ডিজদের বোলিং পারফরম্যান্স ভাল থাকা ও নিজেদের ঘরের মাঠে খেলা থাকার কারণে তারাই ফেভারিট।
টেস্টে দুদল ২১বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে লংকানরা ৯ বার আর ক্যারিবিয়ানরা ৪ বার জিতেছে। বাকিগুলো ড্র হয়েছে।
এন্টিগার মাঠ বাউন্সি হতে পারে ও পেসারদের সুবিধা দিতে পারে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।