ওয়েস্ট ইন্ডিজ ২য় ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যে তিন ম্যাচ ওডিআই সিরিজ জিতে নিয়েছে। শেষ ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতার। আগামীকাল ৩য় ও শেষ ওয়ানডেতে দুদল খেলবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"West Indies"
বেটিং টিপস
জয়ী হতে পারে যেই টিম | ওয়েস্ট ইন্ডিজ |
১ম ওভারে শ্রীলংকা এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
২য় ওভারে শ্রীলংকা এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
১ম ওভারে ওয়েস্ট ইন্ডিজ এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
২য় ওভারে ওয়েস্ট ইন্ডিজ এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
ম্যাচের প্রথম বল হবে |
ডট |
কোন প্লেয়ার ৫০ বা তার বেশি রান করতে পারে |
সক্ষম |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
টি২০ সিরিজ এর পর এবার ওডিআই সিরিজও জিতে নিল ক্যারিবিয়ানরা। কাল আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে একে অপরের। বর্তমানে, দুইদল আইসিসি ওডিআই টিম র্যাংকিং এর ৯ ও ৮ নম্বরে আছে।
যেহেতু সিরিজটি ক্যারিবিয়ানদের মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
লংকানরা ব্যাটিং এ কিছুটা উন্নতি করলেও তা যথেষ্ট নয়। ওয়েস্ট ইন্ডিজের এভিন লিউইস, শেই হোপ, পুরান, এরা খুব ভাল ফর্মে আছে এবং এরা সহজেই লংকান বোলারদের যেকোন হুমকি প্রতিহত করে বড় ইনিংস গড়তে সক্ষম।
এন্টিগার মাঠ ছোট আকৃতির এবং স্কোর তুলনামূলক সহজ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।