প্রায় দুই মাস বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে ফোর্ড ট্রফি। গেল বছরের ডিসেম্বরের পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১৯ তম ম্যাচে ১৯ তারিখ মুখোমুখি হবে ওয়েলিংটন এবং নর্দার্ন নাইটস। আসুন, দেখি কার জয়ের সম্ভাবনা কতটুকু।
সম্ভব্য উইনার
"Wellington"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | ওয়েলিংটন |
প্রথম ওভারে ওয়েলিংটন এর উইকেট পড়ার সম্ভাবনা | |
প্রথম ওভারে নর্দার্ন নাইটস এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
দুই ইনিংসের প্রথম ১৫ ওভারে বেশি রান করবে | নর্দার্ন নাইটস |
ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি গড়বে | |
সর্বোচ্চ ছক্কা মারবে | নর্দার্ন নাইটস |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
ফোর্ড ট্রফি ফিরছে অবশেষে প্রায় দুইমাস বিরতির পর। বিরতির পর নতুন বছরের ১ম ম্যাচে মুখোমুখি হবে ওয়েলিংটন এবং নর্দার্ন নাইটস। দুইদল বর্তমানে টুর্নামেন্টের ৪র্থ ও ১ম স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে। যেহেতু ওয়েলিংটনের মাঠে খেলা তাই তারা হোম এডভানটেজ লাভ করবে।
বিগত সিজনের দুই ম্যাচের মুখোমুখি লড়াইয়ে দুইবারই জয়লাভ করেছে নর্দার্ন নাইটস।
এযাবৎ ৬ ম্যাচ খেলে ওয়েলিংটন এবং নর্দার্ন নাইটস এর সংগ্রহ যথাক্রমে ১০ ও ২১ পয়েন্ট।
ওয়েলিংটনের পিচ ভালই ব্যাটসম্যানদের সাপোর্ট দেয়।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।