আগামী ২৪ জানুয়ারি, ২০২১ তারিখে সুপার স্ম্যাশ ২০২০-২১ সিজনের ২২তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল ওয়েলিংটন (Wellington) এবং ওটাগো (Otago) । ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এবং শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭.৪০ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Wellington"
সুপার স্ম্যাশ ২০২০-২১ এডিশনের ২২তম ম্যাচে মুখোমুখি হবে ওয়েলিংটন এবং ওটাগো। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ১ নাম্বার এবং ৫ম স্থানে অবস্থান করছে।
মুখোমুখি লড়াইয়ে ওয়েলিংটন ১১ বার ও ওটাগো ৯ বার জিতেছে।
ওয়েলিংটন এই সিজনে সেরা ছন্দে আছে আর প্রতিপক্ষকে দুমরেমুচরে দিচ্ছে। ওটাগোর ফর্ম অন্যদিকে শুধুই উঠানামা করছে।
ওয়েলিংটন এবং ওটাগো যথাক্রমে ২০ ও ৮ পয়েন্ট অর্জন করেছে।
ওয়েলিংটনের পিচ ভালই ব্যাটসম্যানদের সাপোর্ট দেয় আর ১৭০-১৮০ অনায়াসে উঠে এখানে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।