আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সিএসএ টি২০ চ্যালেঞ্জ ২০২১ এর ৯ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ওয়ারিয়র্স বনাম কেপ কোবরাস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.০০ ঘটিকায়। আসুন, দেখে নেই কে জিততে পারে ম্যাচটি।
সম্ভব্য উইনার
"Cape Cobras"
ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টের ৯ম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান রানার আপ ওয়ারিয়র্স ও কেপ কোবরাস। ওয়ারিয়র্স এখন র্যাঙ্কিং এর ৫ এ আর কোবরাস শেষ স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে।
ওয়ারিয়র্স ও কোবরাস দুইদল এখন পর্যন্ত কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। দুইদলই এখন পর্যন্ত ধুঁকছে।
ডারবানের কিংসমিড বর্তমানে বেশ হাই-স্কোরিং পিচ হিসেবেই পরিচিত।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।