আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে ফোর্ড ট্রফি ২০২০-২১ সিজনের ২১তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল ওটাগো এবং ক্যান্টারবেরী। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইন্সটাউনের জন ডেভিয়াস ওভালে এবং শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪.০০ ঘটিকায়। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Canterbury"
বেটিং টিপস
১ম উইকেট পতন হবে | কট বিহাইন্ডে |
প্রথম ওভারে ওটাগো এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
জয়ী হবে যেই টিম | ক্যান্টারবেরী |
প্রথম ওভারে ক্যান্টারবেরী এর উইকেট পড়ার সম্ভাবনা | নেই |
দুই ইনিংসের প্রথম ১৫ ওভারে বেশি রান করবে | |
ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি গড়বে | |
সর্বোচ্চ ছক্কা মারবে | ক্যান্টারবেরী |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
ফোর্ড ট্রফি ২০২১ এডিশনের ২১তম ম্যাচে মুখোমুখি হবে ওটাগো এবং ক্যান্টারবেরী। দুদল বর্তমানে টীম র্যাংকিং এর ৩ ও ২ নাম্বার স্থানে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইন্সটাউনের ওভালে। এটি যেহেতু ওটাগোর মাঠ, তাই তারা হোম এডভান্টেজ লাভ করবে।
বিগত সিজনে দুবার মুখোমুখি হয় দুইদল। দুইদলই একবার একবার করে জয়ী হয়।
ওটাগো এবং ক্যান্টারবেরী যথাক্রমে ১২ ও ১৮ পয়েন্ট অর্জন করেছে ৬টি করে ম্যাচ খেলে।
কুইন্সটাউন ওভালে ব্যাটসম্যান ও বোলাররা সমানভাবে সুবিধা পেয়ে থাকে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।