বিজয় হাজারে ট্রফি শেষ হতে চলল বলে। দেখতে দেখতে ফাইনাল ম্যাচের সময় চলে এসেছে। কাল ফাইনালে মোকাবিলা করবে উত্তর প্রদেশ আর মুম্বাই। ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ এ ও অনুষ্ঠিত হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"Mumbai"
মুম্বাই ও উত্তর প্রদেশ কাল ফাইনালে একে অপরের মোকাবিলা করবে। দুইদল সেমিতে স্বরাষ্ট্র ও দিল্লিকে পরাজিত করেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে।
মুম্বাইয়ের বোলিং লাইনআপ বেশ ভাল। এই বোলিং ইউনিট ব্যবধান গড়ে দিতে পারে খেলায়।
দিল্লীর পিচ হবে ব্যাটসম্যানদের জন্য উপযোগী ও স্পিন ফ্রেন্ডলি।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।