শুরু হতে যাচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ২০২১। আগামীকাল গ্রুপ ৩ এর ম্যাচে মুখোমুখি হবে ইয়র্কশায়ার বনাম গ্ল্যামারগন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলি গ্রাউন্ডে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
বেটিং টিপস
সম্ভাব্য উইনার
"Yorkshire(Draw no bet)"
আগামীকাল গ্রুপ ৩ এর ম্যাচে মুখোমুখি হবে দুইদল ইয়র্কশায়ার এবং গ্ল্যামারগন। গতবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ১ এ ইয়র্কশায়ার ৫ম ও গ্ল্যামারগন ডিভিশন ২ এর ৪র্থ স্থান অধিকার করেছিল।
ম্যাচটি ইয়র্কশায়ারের মাঠ হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে। এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড ব্যাটিং পিচ। এখানে, ব্যাটসম্যানরা ভাল সুবিধা পায়।
দুদলের সর্বশেষ ৫ মুখোমুখি লড়াইয়ে ইয়র্কশায়ার ১ বার জয়ী হয়েছে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
ইয়র্কশায়ারের ব্যাটিং ইউনিট গ্ল্যামারগনের চেয়ে অনেক ভাল।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।