অনেকটা আকস্মিকভাবে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা আজ খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ এ আর অনুষ্ঠিত হবে রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, হরেক রকম আকর্ষণীয় বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"India Legends"
ইন্ডিয়া লিজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে। দুদল ২০ ও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ স্তেজ শেষ করেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছিল আগের ম্যাচে।
দুইদলেই ভাল প্লেয়াররা আছে। তবে, ইন্ডিয়া লিজেন্ডস এর ব্যাটিং লাইনআপ অনেক বেশি সুগঠিত শচিন, সেহওয়াগের মত ব্যাটসম্যান থাকার কারণে আর এজন্যে তারা দৌড়ে এগিয়ে থাকবে।
রাইপুরের শহীদ বীর নারায়ণ হাইস্কুল স্টেডিয়াম ব্যাটিং এর জন্য অনেক ভাল পিচ। বোলাররা এখানে খুব একটা সুবিধা করছে পারছেনা।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।