করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২০-২১। শুরুর দিন ৫ম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া লিজেন্ডস এবং বাংলাদেশ লিজেন্ডস। আসুন দেখি কার জেতার চান্স বেশি। আরও দেখুন, হরেক রকমের বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"India Legends"
রোডসাইড সেইফটি ওয়ার্ল্ড টি২০ সিরিজ শুরু হচ্ছে কাল থেকে। গতবছর করোনা এর কারণে বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ৫ম দিনে মুখোমুখি হবে ইন্ডিয়া লিজেন্ডস এবং বাংলাদেশ লিজেন্ডস। বর্তমানে, ইন্ডিয়া লিজেন্ডস টিম র্যাংকিং এর ১ নম্বরে ও বাংলাদেশ লিজেন্ডস র্যাংকিং এর ৫ নম্বরে আছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
ইন্ডিয়া লিজেন্ডস তাঁদের শুরুটা বেশ ভাল করেছে। তারা ২ ম্যাচ খেলে ২টিতেই জয়ী হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ লিজেন্ডস তাঁদের প্রথম ম্যাচই খেলবে কাল।
২ ম্যাচের ইন্ডিয়া লিজেন্ডস এর সংগ্রহ ৮ পয়েন্ট আর বাংলাদেশ যেহেতু এখনও খেলা শুরু করেনি তাই পয়েন্টও অর্জন করেনি।
দুইদলেই ভাল প্লেয়াররা আছে। তবে, ইন্ডিয়া লিজেন্ডস এর ব্যাটিং লাইনআপ অনেক বেশি সুগঠিত আর এজন্যে তারা দৌড়ে এগিয়ে থাকবে।
রাইপুরের শহীদ বীর নারায়ণ হাইস্কুল স্টেডিয়াম ব্যাটিং এর জন্য অনেক ভাল পিচ। একটি হাই-স্কোরিং ম্যাচের আশা করা যাচ্ছে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।