ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার ২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে কাল বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লক্ষৌ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ তে লিড নিয়েছে সাউথ আফ্রিকা। আসুন, দেখি এই ম্যাচে কে জিততে পারে। আরও দেখুন, চটকদার সব বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"India"
সাউথ আফ্রিকা ইতিমধ্যে ১ম ম্যাচে বিশাল ব্যবধানে জিতে এগিয়ে গেছে সিরিজে ১-০তে। ২য় ম্যাচে তাই তারা বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। বর্তমানে, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা আইসিসি র্যাংকিং এর ২ ও ৪ নাম্বারে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি ইন্ডিয়ার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। ম্যাচটি হবে লক্ষৌ এর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে।
ইন্ডিয়া প্রথম ম্যাচে হারলেও তাঁরা ঘুরে দাঁড়াতে পারে পরের ম্যাচে। তাদের ব্যাটিং বেশ ভাল। এছাড়াও, তাঁদের স্পিনাররাও দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলতে পারে।
পিচ হবে ব্যাটিং। স্পিনাররা ভালই সুবিধা পাবে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।