সাউথ আফ্রিকার নারী ক্রিকেটাররা নিঃসন্দেহে গর্বিত বোধ করবে তাঁদের পারফরম্যান্সের কারণে। অসাধারণ খেলেছে তারা পুরো ওয়ানডে সিরিজ জুড়ে ও সিরিজ জিতেও নিয়েছে ৪-১ ব্যবধানে। এখন টি২০ সিরিজ শুরুর পালা। কাল সন্ধ্যা ৭.৩০ মিনিটে টি২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"India"
সাউথ আফ্রিকা তাঁদের পারফরম্যান্সে গর্বিতই হবে কেননা ইন্ডিয়ার মাটিতে তারা অনেকটা ইন্ডিয়াকে উড়িয়েই দিয়েছে বলা চলে। সাউথ আফ্রিকা ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে স্বাগতিকদের। বর্তমানে, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা আইসিসি র্যাংকিং এর ৩ ও ৫ নাম্বারে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি ইন্ডিয়ার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। ম্যাচটি হবে লক্ষৌ এর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে।
লক্ষৌ এর পিচ হবে মূলত স্পিন পিচ। বল বেশ টার্ন করবে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।