ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার ৪র্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে কাল বাংলাদেশ সময় সকাল ৯.৩০ ঘটিকায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে লক্ষৌ এর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা ৩য় ম্যাচে জয়ী হয়ে জমিয়ে তুলেছে টুর্নামেন্ট। আসুন, দেখি কার জেতার সম্ভাবনা বেশি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"India"
গত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটি যেতে সাউথ আফ্রিকা। বর্তমানে, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা আইসিসি র্যাংকিং এর ২ ও ৪ নাম্বারে অবস্থান করছে।
যেহেতু সিরিজটি ইন্ডিয়ার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। ম্যাচটি হবে লক্ষৌ এর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকার মেয়েরা বরাবরই নড়বড়ে ভারতীয় মেয়েদের কাছে। ভারতের ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী। বিশেষত, সৃতি মান্ধানা, পুনম রাউত অসাধারণ ফর্মে আছে। এছাড়াও, উপমহাদেশের স্পিনের সামনে আফ্রিকান মেয়েদের ব্যর্থতা ফুটে উঠেছে।
লক্ষৌ এর পিচ হবে মূলত স্পিন পিচ। বল বেশ টার্ন করবে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।