এই সিরিজটি শুধু এখন আর মাঠের খেলাতেই সীমাবদ্ধ নেই। মাঠের বাইরেও নানা কারণে কাঁদা ছোড়াছুড়ি চলছে। ভারতের তৈরি পিচ নিয়ে ইতিমধ্যেই ব্যাঙ্গ করেছেন ইংলিশ ক্যাপ্টেন জো রুট। এমনকি, আইসিসিকে ব্যবস্থাও নিতে বলেছেন। এতসবকিছুর মধ্যে কাল থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের ৪র্থ ও শেষ টেস্ট ম্যাচ। কাল বাংলাদেশ সময় সকাল ১০.০০ টা থেকে শুরু হবে ম্যাচটি। আসুন, দেখি কে জিততে পারে এই ম্যাচ। আরও দেখুন, চটকদার সব বেটিং টার্মস যার মাধ্যমে আপনি জিততে পারেন নগদ অর্থ পুরস্কার।
সম্ভব্য উইনার
"India"
কাল থেকে শুরু হচ্ছে উত্তেজনাকর ভারত-ইংল্যান্ড সিরিজের ৪র্থ টেস্ট ম্যাচ। চেন্নাই এর পিচ নিয়ে মাঠের বাইরে বেশ জলঘোলা হচ্ছে। শেষ টেস্টটি ইংল্যান্ডের জন্য ছিল বেশ লজ্জাজনক। দুইদিনেই শেষ হয় ৩য় টেস্ট যা ছিল ডে-নাইট টেস্ট। স্বাগতিকরা ম্যাচটি জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। সেই সাথে কোহলির দল ২-১ এ এগিয়েও গেছে সিরিজে। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে তারা।
যেহেতু সিরিজটি ইন্ডিয়ার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে। এবারের ম্যাচটিও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
যদিও পিচ নিয়ে নানা কন্ট্রোভার্সি হচ্ছে তবে এটাই সত্য স্বাগতিকরা ইংলিশদের পারফরম্যান্সের বিচারে বেশ এগিয়েই ছিল। ভারতের স্পিনাররা আছে অসাধারণ ফর্মে। তাঁদের ব্যাটিং ইউনিটও বেশ চমৎকার।
পিচ হবে অনেক বেশি প্রানবন্ত। যার কারণে পেসাররা যথেষ্ট সুবিধা পাবে। তবেঁ, আবারও এই পিচ নিয়ে বাদানুবাদ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বর্তমানে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ১ ও ইংল্যান্ড ৪ নম্বরে আছে।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।