আশা জাগিয়েও ব্যর্থ ইংল্যান্ড। টেস্ট সিরিজে বেহাল দশার পর টি২০তে আশা জাগিয়েছিল কিন্ত শেষমেশ সেখানেও ইন্ডিয়ার কাছে সিরিজ বিসর্জন। কাল থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। এখানে কি পারবে তারা স্বাগতিকদের বিরুদ্ধে জিততে? কাল প্রথম ডে-নাইট ওডিআই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। আসুন, দেখি কারা জিততে পারে প্রথম ম্যাচটি। আরও দেখুন, বিভিন্ন বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"India"
টেস্ট সিরিজে জয়ের পর টি২০ সিরিজ স্বাগতিকদের মনোবল চাঙা করেছে অনেক। এবার ওডিআইতে মুখোমুখি হবে তারা। বর্তমানে, ইন্ডিয়া এবং ইংল্যান্ড আইসিসি টিম র্যাংকিং (ওডিআই) এর ৪ ও ৩ নম্বরে আছে।
যেহেতু সিরিজটি ইন্ডিয়ার মাটিতে হচ্ছে এজন্যে তারা হোম এডভান্টেজ লাভ করবে।
দুদলের বোলিং ইউনিট বেশ ভাল পারফর্ম করছে। তবে, ইন্ডিয়ার ব্যাটিং গভীরতা তুলনামুলক ভাল ইংলিশদের তুলনায়। অধিনায়ক ভিরাট কোহলি অসাধারণ ফর্মে আর সেই সাথে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডেরাও অনেক ভাল খেলছেন।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।