ইংল্যান্ড লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস একে অপরের মোকাবিলা করবে আগামীকাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে আর অনুষ্ঠিত হবে রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভাব্য উইনার
"England Legends"
ইংল্যান্ডের জন্য এটি বেশ গুরুত্তপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিতলেই তারা সেমিফাইনালের টিকেট হাতে পাবে। বর্তমানে, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ রোড সেইফটি টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের ৪ ও ৫ নম্বরে অবস্থান করছে ১২ ও ৮ পয়েন্ট নিয়ে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে রাইপুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন অসাধারণ ফর্মে আছেন। এছাড়াও, ট্রেমলেট, মনটি পানেসাররাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ বেশ নড়বড়ে।
রাইপুরের শহীদ বীর নারায়ণ হাইস্কুল স্টেডিয়াম ব্যাটিং এর জন্য অনেক ভাল পিচ।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।