আগামী ৩০ জানুয়ারি, ২০২১ তারিখে টি১০ লিগ ২০২১ সিজনের ৮ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুইদল আবুধাবি(Abu Dhabi) এবং কালান্দার্স (Qalandars)। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে এবং শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১৫ মিনিটে। তো চলুন দেখে নেই, দুই দলের মধ্যকার লড়াইয়ে কে জিততে পারে।
সম্ভব্য উইনার
"Qalandars"
বর্তমানে আবুধাবি এবং কালান্দার্স গ্রুপ বি এর ১ম ও শেষ স্থানে অবস্থান করছে।
গত সিজনে দুদলের মুখোমুখি লড়াই “টাই” হয়েছিল।
গত সিজনে দুদলের মাঠের পারফরম্যান্স খুব বেশি আহামরি ছিল না। এবার কালান্দার্স নিজেদের প্রথম ম্যাচে জিতলেও আবুধাবি হেরে বসেছে।
শেইখ জায়েদ স্টেডিয়ামের বাউন্ডারি বেশ বড় আকৃতির কিন্তু আউটফিল্ড দ্রুতগতির যার জন্যে স্কোর করা সহজ ব্যাটসম্যানদের জন্য।
বর্তমানে ১ম ম্যাচ খেলে আবুধাবি এবং কালান্দার্স এর সংগ্রহ ০ ও ২ পয়েন্ট।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।