টেস্ট সিরিজে বেশ ভালই ভেল্কি দেখালো দুই আন্ডারডগ টিম – আফগানিস্তান ও জিম্বাবুয়ে। যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে দুটি ম্যাচেই। এবার পালা টি২০ এর। টেস্ট সিরিজের প্রতিদ্বন্দ্বিতাই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে টি২০ এর আগে। ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের টি২০ সিরিজ। প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.০০ ঘটিকায় আর অনুষ্ঠিত হবে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে। আসুন, দেখি কে জিততে পারে ম্যাচটি। আরও দেখুন, আকর্ষণীয় সব বেটিং টার্মস।
সম্ভব্য উইনার
"Afghanistan"
প্রথম টেস্টে বাজেভাবে হেরেও ২য় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে টেস্ট সিরিজে ১-১ এ সমতা এনেছে আফগানিস্তান। বর্তমানে, আফগানিস্তান ও জিম্বাবুয়ে আইসিসি টিম র্যাংকিং এর ৯ ও ১২ নম্বরে অবস্থান করছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে। যেহেতু এটি তৃতীয় পক্ষের মাঠ তাই কোন দল হোম এডভান্টেজ উপভোগ করবে না।
সাম্প্রতিক সময়ে আফগানদের টি২০তে পারফরম্যান্স উল্লেখ করার মত। এছাড়াও, আফগান ক্রিকেটাররা বড় বড় টি২০ টুর্নামেন্টে খেলছে। এটাও বাড়তি অভিজ্ঞতা দিচ্ছে তাঁদের যা জিম্বাবুয়ের বিপক্ষে সহায়ক হতে পারে।
আবুধাবির পিচ সবসময়ই স্পিন ফ্রেন্ডলি।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।