বিশ্ব ক্রিকেটের দুই আন্ডারডগ টিম – আফগানিস্তান ও জিম্বাবুয়ের দুই টেস্ট সিরিজের ১ম টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে কাল থেকে। মূলত এই সিরিজটি দুইদলের জন্যই টনিক হিসেবে কাজ করবে সামনের দিনগুলিতে। ১ম টেস্ট শুরু হবে কাল বাংলাদেশ সময় দুপুর ১২.০০ টা থেকে। আসুন, দেখে নেই কে জিততে পারে ম্যাচটি। আরও দেখি, চটকদার সব বেটিং টার্মস। এর মাধ্যমে আপনি জিততে পারবেন নগদ অর্থ পুরস্কার।
সম্ভব্য উইনার
"Afghanistan"
বেটিং টিপস
জয়ী হবে যেই টিম | আফগানিস্তান |
ম্যাচের প্রথম বল হবে | ডট |
ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে | আফগানিস্তান |
সর্বোচ্চ ছক্কা মারবে | আফগানিস্তান |
প্রথম উইকেটের পতন হবে | ক্যাচের মাধ্যমে |
সর্বোচ্চ চার মারবে |
আফগানিস্তান |
আফগানিস্তানের ১ম উইকেট পড়বে |
ক্যাচের মাধ্যমে |
সেরা ব্যাটসম্যানদের দল হবে |
আফগানিস্তান |
প্রথম ইনিংসে ওপেনিং এ সর্বোচ্চ জুটি গড়বে |
আফগানিস্তান |
ম্যাচ সম্পর্কিত আরও আলোচনা
দুবাইয়ে অনুষ্ঠিত এই সিরিজটি মূলত দুইদলের জন্যই একরকম প্রেরণা হিসেবে কাজ করবে সামনের ভাল করার।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে। যেহেতু এটি তৃতীয় পক্ষের মাঠ তাই কোন দল হোম এডভান্টেজ উপভোগ করবে না।
আফগানিস্তানের বোলিং ইউনিট স্পেশালি স্পিনশক্তি বেশ কার্যকর। আবুধাবির মত পিচে তারা আরও কার্যকরী হয়ে উঠতে পারে ও জিম্বাবুয়েকে ভালই ভোগাতে পারে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মত দলের বিপক্ষে জয় আফগানদের মানসিকভাবেও এগিয়ে রাখবে অনেকটা।
আবুধাবির পিচ সবসময়ই স্পিন ফ্রেন্ডলি।
আরও একটি ব্যাপার সেটা হচ্ছে –
“আবহাওয়া, ইনজুরি, ইত্যাদি কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, যদিও সেগুলো অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত“।
প্রিয় পাঠকেরা, আপনার মতে কে জিততে পারে ম্যাচটি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।